Saturday, October 12, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় অস্ত্র আইনে মামলার রায়ে দুজনের ১০ বছরের সাজা

নেত্রকোনায় অস্ত্র আইনে মামলার রায়ে দুজনের ১০ বছরের সাজা

নেত্রকোনায় অস্ত্র আইনে মামলার রায়ে দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালতের বিচারক।

বুধবার বিকালে নেত্রকোনা যুগ্ম জেলা ও দায়রা জজ, ২ য় আদালতে এ রায় দেন স্পেশাল ট্রাইবুনাল ৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হচ্ছেন জেলার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়ার আজিজুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম তাজু (পলাতক) ও একই উপজেলার বাহেরাউড়া গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে মো. মজিম।

গত ২০১৩ সনে অস্ত্র আইনে দায়ের করা দুর্গাপুর থানার মামলায় স্বাক্ষ্য গ্রহণ পক্রিয়া শেষে এ রায় দেয় আদালত। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে গত ২০১২ সনের ১৯ ডিসেম্বর দুর্গাপুর থেকে দুটি রিভলবার সহ ৩ জনকে আটক করে র‌্যাব । সুসং ডিগ্রী কলেজের মাঠের দক্ষিণ পার্শে ক্রেতা সেজে এই অভিযান পরিচালনা করে।

পরে তাদের দেহ তল্লাশী করে তাদের থেকে থেকে গাঁজা উদ্ধার করে। সেইসথে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।

এরপর ২০১৩ সনের ৩০ অক্টোবর অভিযোগ গঠন করলে একজন আসামী চার্জশিট থেকে বাদ পড়েন। বাকী দুজনের বিরুদ্ধে গঠনকৃত চার্জশিট আদালতে দাখিল করা হয।

এদিকে অন্য দুজনের মধ্যে ১ নং আসামি তাজুল ইসলাম তাজু জামিনে বেরিয়ে গিয়ে পালিয়ে যান। পরবর্তীতে দীর্ঘ শুনানী শেষে মোট ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করে অবশেষে আদালত এ রায় দেন।

আসামী পক্ষের কৌশুলী ছিলেন এ.পি.পি. অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও আসাীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাজহারুল হক খান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments