জেগে উঠি, রুখে দাড়াই, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই, আরব শিশুদের পাশে দাঁড়াই এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি ও শহর প্রদক্ষিণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে বেলা এগারোটায় নাগরিক সমাজের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মগড়া ব্রীজের উপরে অবস্থান কর্মসূচি নেয়। পরে এখান থেকেই পৌর শহরে প্রতিবাদী এক মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় সকলের হাতে হাতে ইজরায়েল বিরোধী বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়। মিছিলটি শহরের মোক্তারপাড়া, ছোট বাজার, বড় বাজার, তেরী বাজার হয়ে মোক্তারপাড়া মিতালী সংঘে এসে শেষ হয়।
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাস্তবায়ন উদ্যোক্তা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, আন্তর্জাতিক চিত্রশিল্পী বিপুল শাহ, মিতালী সংঘের সম্পাদক শাহ রফিকুর রহমান এপ্যোলো, কবি সরোজ মোস্তফা, বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মারুফ হাসান খান অভ্র, অন্তরাশ্রমের পরিচালক এনামুল হক পলাশ, কবি আব্দুর রাজ্জাক, শিমুল মিলকি।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সম্পাদক অসীত ঘোষ, লেখক স্বপন পাল, নারী প্রগতির মৃণাল কান্তি চক্রবর্তী, আনোয়ার জহির লিটনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের শিশু কিশোররা।