নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। জেলা শহরের সাতপাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার ও শনিবার এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে প্রশিক্ষণে মোট ৭০ জন ভোট গ্রহণ কর্মকর্তা ও বাড়তি আরও চারজন মিলে ৭৪ জন প্রশিক্ষণ নিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ জানান, ১০ উপজেলায় আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১০ টি কেন্দ্রের মাধ্যমে ১২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নেত্রকোনা সদরের কেন্দ্র উপজেলা পরিষদ হলরুমসহ মোট ৬ টিতে উপজেলা পরিষদে এবং ৪ টিতে স্কুলে ভ্যানু করা হয়েছে। এক এক ভ্যানুতে ইউনিয়ন পরিষদের সংখ্যা ও পৌরসভা অনুযায়ী ভোটারের হিসেব হবে।
প্রশিক্ষন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এসময় ইলেট্রিক ভোট প্রদানের বিষয়ে ট্যাকনিক্যাল সমস্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, এবার জেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত আসনে ১২ জন এবং সাধারণ সদস্য পদে মোট ৪১ জন প্রতিদ্বন্দিতা করছেন।