সোহান আহমেদ:
দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও পহেলা সেপ্টেম্বর নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের উপর হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে নেত্রকোনা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনায় সদর উপজেলার ১২টি ইউনিয়নেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদর থানা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্সের নেতৃত্বে এ সকল কর্মসূচি পালন করছে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা শহরে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনার পর থেকেই প্রায় প্রতিদিন সদর উপজেলার বাংলা, চল্লিশা, মদনপুর, মৌগাতী, কেগাতিসহ বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে যুবলীগের তৃণমূল নেতাকর্মীরা। কেন্দ্রীয় ভাবে ডাকা বিএনপি’র বিভিন্ন কর্মসূচিও বানচাল করে দিচ্ছেন তারা।
এদিকে জেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশে ও বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন সভাপতি,সম্পাদক পদ-প্রত্যাশীরা। শহরের বিভিন্ন অলিগলিতে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। দিচ্ছেন মোটরসাইকেল মহড়াও।