Sunday, December 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় একই দাবিতে বিএনপির দুই গ্রুপের স্মারকলিপি প্রদান

নেত্রকোনায় একই দাবিতে বিএনপির দুই গ্রুপের স্মারকলিপি প্রদান

নেত্রকোনায় একই দাবিতে বিএনপির বর্তমান ও সাবেক গ্রæপ পৃথকভাবে জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে। চাল, ডাল, গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনা জেলা বিএনপির দুটি গ্রæপ পৃথকভাবে মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলার উর্ধ্বতন নেতারা দুটি গ্রæপে বিভক্ত হয়ে একই কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকালে ও দুপুরে একই দাবিতে তারা অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালকের নিকট ভিন্ন ভিন্ন সময়ে স্মারকলিপি প্রদান করে।

সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আরিফা জেসমিন নাহিন স্বাক্ষরিত স্বারকলিপিটি এডভোকেট আরিফা জেসমিন নাহিনের নেতৃত্বে প্রদান করেন নেতাকর্মীরা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেনের কাছে সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম মারুফ, উপজেলা বিএনপির সাবেক নেতা এডভোকেট রফিকুল ইসলাম জুয়েল, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক খান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ খানসহ অন্যরা স্মারকলিপিটি তুলে দেন।

অপরদিকে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে অপর স্মারকলিপিটি প্রদান করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমনের কাছে জেলা বিএনপির বর্তমান আহŸায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি তুলে দেন। পরে দুটি গ্রুপই সংবাদকর্মীদের কাছে স্মারকলিপি ও প্রদানের ছবি পাঠায়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments