নেত্রকোনা নতুন শনাক্ত হয়েছে ৫৫ জন। তার মধ্যে ২৮ জন পুরুষ ২৭ জন নারী। ময়মনসিংহ ল্যাবে ১৩০ টি নমুনা পরীক্ষায় ৩৮ জন শনাক্ত।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয়েছে ৬ জনের। তার মধ্যে শনাক্ত ২ জন। জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ২১ জনের। তার মধ্যে শনাক্ত ১৫ জন।
নেত্রকোনা জেলা সদর উপজেলায় ৪৩ জন, পুর্বধলায় ২ জন, দুর্গাপুরে ১ জন, মদনে ২ জন, কলমাকান্দায় ১ জন, কেন্দুয়ায় ৪ জন ও বারহাট্টায় ২ জন।
এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট ৩০৪২১ টি নমুনার মধ্যে এ পর্যন্ত ৩০০৬৪ টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্ত সর্বমোট ৪৬৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৭৬ জন। এ পর্যন্ত মৃত্যু ১২১ জন।