বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৬৪ জেলার ধারাবাহিকতায় গণহত্যা ও পরিবেশ থিয়েটার নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।
সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোমবার রাতে শহরের পাবলিক হল মিলনায়তনে সংশপ্তকের নখ মঞ্চস্থ হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে পরিবেশ থিয়েটার মঞ্চস্থ ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকি।
সংশপ্তকের নখে অভিনয় করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট সানওয়ার হোসেন ভূইয়া, তরুময় বিশ্বাস পাভেল, সুব্রত সরকার শুভ্র, উত্তম কুমার সরকার, তন্দ্রা রায়, অরণ্য কিশোর দে, ফারিয়া আক্তার লিয়া, গিরিধারী দাস আকাশ, ইয়াছিনুর রহমান ইমনসহ নেত্রকোনার স্থানীয় সকল সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী। নেত্রকোনা জেলায় যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তা ও দ্রবির খা হত্যার কাহিনী নিয়ে চিত্রায়িত হয় সংশপ্তকের নখ নাটকটি।
স্থানীয় মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শহীদ মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন সহ অন্যদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে পরিবেশ থিয়েটার পরিবেশনায় উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আনিস মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন।