এই প্রথম জাতীয় সংবিধান দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ শাখার সহকারী কমিশনার রিফাত আরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, প্রেসক্লাবে সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম। সভায় সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রতিটি কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলে বক্তারা জানান।