‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে শনিবার র্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম ও জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক সামজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা, হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেওয়ায় অভ্যস্ত করানো, রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরির উপর গুরাত্বারোপ করেন।