নেত্রকোনায় জেন্ডার সমতা, যৌন হয়রানী, গনতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সোমাবার বিকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে এ্যাডভানসিং ইকুয়্যালিটি অব উইম্যান এন্ড মারজিনালাইড পীপল (আওয়াম) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্টানে বিএনপিএস নেত্রকোনা কেন্দ্রের বুবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় অতিথি ছিলেন , বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নেত্রকোনা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর শিমুল চৌধুরী বেবি, শামীম আরা খানম শিল্পী, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল, ডায়াবেটিস সমতির সাবেক সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, সমাজ সেবক আব্দুল আজিজ, বিটিভির নিয়মিত শিল্পী আবুল বাশার, কল্পনা ঘোষ প্রমুখ।