নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় উব্ধাখালি নদীতে জেলেদের জালে ভেসে ওঠলো নিঁখোজ হওয়া পাথর বোঝাই নৌ শ্রমিকের মরদেহ। সোমবার (২৮ মার্চ) বিকালে নিখোঁজ হওয়া নৌ শ্রমিক বশির মিয়া (৩৫) মরদেহ রাতেই মাছ ধরার জাল ফেলে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। বশির জেলার পাশ^বর্তী উপজেলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান রাত ১০ টায় নিহতের পরিচয় নিশ্চিত করলেও তার স্ত্রী সহ অন্যদেরকে আনা হয়েছে পরিচয় পুরোপুরি শনাক্ত করতে। তিনি আরো বলেন তাহিরপুর থেকেই কয়লা বোঝাই নৌকাটি নিয়ে আসেন তারা। নৌকার নীচে ফুটু হয়ে পানি ঢুকছে মনে করে বশির মিয়া নীচে নামলে আর ভেসে না ওঠায় তার আরো দুই তিনজন সহযোগী চিৎকার চেঁচামেচি করায় আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার কাজ সম্পন্ন করা হয়। এখন অন্যান্য প্রক্রিয়া শেষে পুরোপুরি শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। নৌ যানের মালিক সম্পর্কে তথ্য চাইলে তিনি বলেন এগুলো শেষ করে মালিকের খোঁজ করবো।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বালু, পাথর কয়লা বোঝাইয়ের একটি বড় লঞ্চ (স্টিলের বলগেড) উব্দাখালি নদীর কলমাকান্দা সদরে ব্রীজের নীচে আনলোড করা অবস্থায় ছিলো। বিকেল ৫ টার দিকে নৌকার তলদেশে পানির পরিমাণ বেশি দেখে মনে হচ্ছিল নৌকা ছিদ্র হয়ে থাকতে পারে।
তা দেখার জন্য বশির বলে যেহেতু গোসলে যাবে তার পানিতে নামতেই হবে। এই বলে বশির পানিতে নামে। পরে আর ওঠে না আসায় অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে নদীতে ঝাপিয়ে পড়ে। বেশ কয়েকঘন্টা খোঁজাখুঁজির পর স্থানীয় জেলেদের সহযোগীতায় নদীতে জাল ফেলে বশিরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।