দেশব্যাপী একযোগে শুরু হয়েছে করোনা প্রতিরোধের ভ্যাকসিন প্রতিষেধক প্রদান। এ উপলক্ষে বেশ ঘটা করে টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। জেলার ১০ উপজেলায় একযোগে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি।
জেলা সদরে প্রথম দিনে ১০০৭ জনের মধ্যে ৪০৩ জন টিকা গ্রহণ করেছেন৷
তারমধ্যে রবিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ৮৮ বছর বয়সী বাসনা রায় নামে এক বৃদ্ধাও টিকা নিয়েছেন।
সদরের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ফজলুল বারী কাজল এ তথ্য নিশ্চিত করে জানান, বৃদ্ধা অনেক স্বতঃস্ফূর্ত হয়ে টিকা নিয়েছন। তিনি অনেক খুশি হয়েছেন।
জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ০১/০৬/১৯৩২ সনে বৃদ্ধার জন্ম। আমরা ধরে নিয়েছি তার বয়স আনুমানিক প্রায় ৯০ বছর হবেই। তিনি বাসনা রায়। যার জাতীয় পরিচয় পত্রের নম্বর (7227407137636)।
আমাদের কর্মীরাও এই বৃদ্ধাকে সফল ভাবে টিকা দিতে পেরে আনন্দিত। বৃদ্ধাও তার স্বজনদের সাথে এসে টিকা নিতে পেরে অনেক খুশি।