মির্জা হৃদয় সাগর:
নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সচেতনতা সেমিনার। ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে নেত্রকোনা ডায়াবেটিস সমিতি এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক। এ সময় তিনি এই সমিতির সাফল্য কামনা করেন। এছাড়াও নেত্রকোনার সামগ্রিক উন্নয়নের রূপরেখা তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
সমিতির সভাপতি হাজি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ বিশিষ্টজনেরা। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার বারহাট্টা কৃতি সন্তান এবং দেশ বরেণ্য ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. এম এ হালিম খান।