সোহান আহমেদ কাকন:
নেত্রকোনায় দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার লাল সবুজের ঘর পাচ্ছেন ৯২৫ ভূমিহীন পরিবার।
আগামীকাল রোববার থেকে আনুষ্ঠানিক ভাবে এ সকল ঘর হস্তান্তর করা হবে বলে জানালেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা প্রশাসক।
এসময় তিনি আরো জানান, প্রথম পর্যায়ে নেত্রকোনায় ঘর পেয়েছেন ৯৬০ টি পরিবার। দ্বিতীয় পর্যায়ে এবার পাচ্ছে ৯২৫ টি। তারমধ্যে খালিয়াজুরী উপজেলায়তেই ৪০০, নেত্রকোনা সদরে ৬৪, কেন্দুয়ায় ৫৬, দুর্গাপুরে ৪৫, পুর্বধলা ২০, কলমাকান্দা ৫৫, মোহনগঞ্জ ১০৫, আটপাড়া ৫০, মদন ১০৫ ও বারহাট্টায় ২৫ জন।
এদের মধ্যে হিজড়া সম্প্রদায় পাচ্ছে ২৪ ও প্রতিবন্ধীদের জন্য ৬৫ টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে।