করোনা কালে ক্ষুদ্র পরিসরে নেত্রকোনায় পালিত হয়েছে নজরুল জন্ম জয়ন্তী। জাতীয় কবির ১২২ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে হিমু পাঠক আড্ডার উদ্যোগে ‘আড্ডায় আড্ডায় নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের মোক্তারপাড়া দৈনিক আমাদের নেত্রকোনা পত্রিকা অফিসের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় নজরুল স্মরণ। অনুষ্ঠানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ অভিভাবক ও সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিরা সীমিত পরিসরে অংশ নেন।
জাতীয় কবির স্মরণের মতো বড় পরিসরের একটি অনুষ্ঠান করোনার প্রভাবে ছোট আকারে হওয়ায় সেটিকে সরাসরি ফেইসবুকে সম্প্রচার করে সংগঠনটি।
সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।
এতে নজরুলের গান পরিবেশন করেন, উদীচীর নারায়ণ কর্মকার, সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, সৈয়দা নাসরীন সুলতানা ও উপমা রিয়া। কবিতা আবৃত্তি করেন অভিভাবক ও সেক্টর কমান্ডারস ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী ভট্টাচার্য্য ও সাংবাদিক শ্যামলেন্দু পাল।