নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ১০১ জন। মৃত্যু ৫ জন। শনাক্তদের ৫৪ জন পুরুষ ও ৪৭ জন নারী। ২৪ ঘন্টায় ময়মনসিংহ ল্যাবে ৪৯ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২ জন। এদিকে জেলায় জিন এক্সপার্ট পরীক্ষা রয়েছে বন্ধ। র্যাপিড এন্টিজেন টেষ্ট ২০৫ জনের মধ্যে শনাক্ত হয়েছে ৮৯ জন।
মোট শনাক্তদের মধ্যে জেলা সদরে ৩৬ জন, মোহনগঞ্জে ২০ জন, বারহাট্টায় ০৮ জন, কেন্দুয়ায় ৪ জন, মদনে ২ জন, পুর্বধলায় ৪ জন, কলমাকান্দায় ৪ জন, আটপাড়ায় ৭ জন, দুর্গাপুরে ১১ জন ও খালিয়াজুরীতে ৫ জন।
এ পর্যন্ত ২১৭৩৭ টি নমুনা পরীক্ষায় রিপোর্ট এসেছে ২১২৩০ টির। তারমধ্যে শনাক্ত২৪৭৬ টি। এ পর্যন্ত মোট মৃত্যু ৪৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সদর, বারহাট্টা, আটপাড়া, মোহনগঞ্জ ও কলমাকান্দায় ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।