নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১০ জন। মারা গেছেন ২ জন। এ পর্যন্ত মৃত্যু ৫১।
ময়মনসিংহ ল্যাবে ১৯৯ টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত ২৯ জন। জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয় নি।
জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ১৮৫ জনের এর মধ্যে শনাক্তকৃত ৮১ জন।শনাক্তকৃতদের ৬৫ জন পুরুষ ও ৪৫ জন নারী।
জেলা সদরে ৩৮ জন, মোহনগঞ্জে ১৯ জন, বারহাট্টায় ৬ জন, কেন্দুয়ায় ৭ জন, মদনে ৬ জন, পুর্বধলায় ১৩ জন, কলমাকান্দায় ৪ জন, আটপাড়ায় ৫ জন, দুর্গাপুরে ৯ জন ও খালিয়াজুরীতে ৩ জন। এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো নমুনার সংখ্যা ২২০১৫ টি। রিপোর্ট পাওয়া গেছে ২১৬১৪ টির। জেলায় শনাক্তকৃত সর্বমোট ২৫৮৬ জন।