নেত্রকোনায় নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ই কমার্স আয়োজিত মিট আপ ২০২২। এ উপলক্ষে শুক্রবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে উইমেন-এন্ড ই-কমার্স ট্রাস্ট (WE) কর্তৃক আয়োজিত জেলার উইমেন-এন্ড ই-কমার্স এন্ট্রেপ্রেনিউরস মিট আপ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো আশরাফ আলী খান খসরু (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. মনির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।