নেত্রকোনার বারহাট্টায় নিজেদের পুকুরে ডুবে ঋতুপর্ণা (১৯) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরী বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া গ্রামের সত্য রঞ্জন সাহার মেয়ে। আজ রবিবার সকালে নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান।
ওসি আরো জানান, ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন সে প্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিলো।গোসল করতে নেমে পানিতে ডুবে গেলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করতে দেয়া হয়েছে।