করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধকল্পে আগামী কাল থেকে চলমান লকডাউন কার্যকরে মোটরসাইকেল মহড়া দিয়েছে পুলিশ। পুলিশ সুপার মো আকবর আলী মুনসীর দিক নির্দেশনায় মডেল থানার পুলিশ,ডিবি পুলিশ এবং ট্রাফিক পুলিশ এ মহড়া কার্যকর করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএমের নেতৃত্বে মডেল থানা এলাকায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মডেল থানা, জেলা ডিবি, জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহন করেন অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সালাউদ্দিন কাজল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো সোহেল রানা এবং সমন্বিত টীমের অফিসারবৃন্দ। মহড়াটি শহর প্রদক্ষিণ করে মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করে।