সোহান আহমেদ:
নেত্রকোনায় পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জয়নগর এলাকার জেলা বিএনপির আহ্বায়কের বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির উদ্যেগে আহ্বায়ক আব্দুল ওয়াহাব ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
এ ছাড়াও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেয়।