নেত্রকোনায় প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী বিতরণ করেছে নেত্রকোনা জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সহযোগিতায় সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এমএ মুখলেছুর রহমান খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।