আন্তর্জাতিক ও জাতীয় দিবস এলেই ফুলের দোকান গুলোতে আগুন লেগে যায়। এবার যেনো আগুনের তাপটা একটু বেশিই। অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে পালন করতে বাংলা ভাষাভাষীর মানুষ ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে।
যে কারনে দুদিন ধরে শরের প্রতিটি দোকানে রাজনৈতিক সামাজিক সকল সংগঠন ভীর জমায়। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সহ স্কুল কলেজ নানা শিক্ষা প্রতিষ্ঠান ফুলের ডালি সাজাতে দোকানে ভির করেন।
আর এই সুযোগে সবার থেকেই আকাশ পাতাল ব্যবধানে পয়সা হাতিয়ে নিচ্ছে এসকল দোকানিরা। প্রশাসনও খোঁজ রাখছে না এদের।
নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া থেকে কালিবাড়ি পর্যন্ত ১০ থেকে সর্বোচ্চ ১৫ টি দোকান রয়েছে। কিন্ত এদের প্রত্যেকেই একই ভাবে ফুলের দাম হাঁকছে।
যে ফুল ২০ টাকা বিক্রি করে সেটি আড়াইশ টাকা পর্যন্ত ধরছে। কিছু কিছু মানবিক সংগঠন রয়েছে যারা ফুলের ডালি কেনার সামর্থ রাখেনা। কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চায় এই একটি দিনে। তারাও পড়েছে বেকায়দায় ।