নেত্রকোনায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৫ লাখ ৬৭ হাজার ৭২৪ শিক্ষার্থীর মাঝে ৪৬ লখ ৮৪ হাজার ৮২৪ বই বিতরণ করা হবে।
শনিবার সকালে শহরের সাতপাই নেত্রকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, প্রাথমিকের বরাদ্দের ৯২ শতাংশ ও মাধ্যমিকে বরাদ্দের ৭৫ শতাংশ বই জেলায় এসে পৌঁছেছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন তারা।