সোহান আহমেদ:
আগামী শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে নেত্রকোনায় জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি উদ্যোগে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়।
নেত্রকোনা পৌর শহরের হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার ১০ উপজেলা নেতারা অংশ গ্রহন করেন। এতে জেলা বিএনপির আহবায়ক ডাঃ অনোয়ারুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নেতাকর্মীদের মাঝে সকল ভেদাবেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণসমাবেশ সফল করার পাশাপাশি আগামী দিনে আন্দোলন সংগ্রমে অংশ নেয়ার আহবান জানান।