সোহান আহমেদ:
বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায় সঙ্গত ১১ দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে টায় পৌরশহরের সাতপাই স্মৃতিসৌধের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি শিক্ষক সমিতির সদস্যরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম তুহিনসহ।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবি উত্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়।