দীর্ঘ কয়েক বছর পর বৈরী আবহাওয়া উপেক্ষা করে করোনাকাল কাটিয়ে এবার নেত্রকোনায় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে নামাজ পড়তে আসা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি ও জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ জামাতে জেলা শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সকলেই অংশ নেন।
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে সজ্জিত মাঠে পৌর মেয়র, জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সকল শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নিয়েছে। এছাড়াও বৃষ্টিজনিত কারণে প্রতি পাড়া এলাকার মসজিদগুলোতে ঈদের জামাত আদায় করা হয়।
গত কয়েকবছর ধরে ঈদগাহ মঠে নামাজ আদায় করতে পারেনি জেলাবাসী। এবছর এক সাথে এতো মানুষ জামাতে অংশ নিতে পেরে আনন্দিত তারাও। জামতের নামাজে অভিভাবকদের হাত ধরে ছোট ছোট সোনামণিরাও অংশ নিয়েছে।