নেত্রকোনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক নিয়ে হত দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
সকাল ১১ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অসহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব বাসসের সিনিয়র সাংবাদিক খাইরুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক শাহনাজ পলি ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কারী সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
এছাড়াও প্রশিক্ষণ সংক্রান্ত স্বাগত বক্তব্য রাখেন আয়োজক বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহা সচিব সিনিয়র সাংবাদিক খাইরুজ্জামান কামাল। প্রশিক্ষণের অধিবেশনে সার্বজনিন মানবাধিকার সনদ, নারী অধিকার সনদ, শিশু অধিকার সনদ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সকল বিষয়ে আরো দক্ষ হয়ে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে দেখনির মাধ্যমে এর প্রতিফলন ঘটাবেন। এতে আমাদেরও সহায়তা হবে। সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।