Sunday, October 13, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শোক পালন

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শোক পালন

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। রোববার সকালে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন এবং আইনজীবী ফোরাম, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন স্ব স্ব ব্যানারে শোক র‌্যালী বের করে শহরে। শোক র‌্যালীর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে তারা পুষ্পস্তবক অর্পণ করে। মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো আকবর আলী মুনসী, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নুরুল আমিন, পৌর সভার পক্ষে মেয়র নজরুল ইসলাম খানসহ প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সম্পাদক সোবায়েল আহমেদ খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রিয় সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়াও জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জেলা প্রেসক্লাব, স্কুল, কলেজ এবং বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তবে ফুল দিতে শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। যেখানে কোন স্বাস্থ্য বিধির তোয়াক্কা ছিলো না।

পরে সকাল সাড়ে ১০ টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের হল রুমে জেলা প্রশাসক কাজি মো আবদুর রহামানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান প্রমুখ।

এদিকে সকালে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি দলের সহযোগী অংগ সংগঠনসহ ছাত্রলীগকে সাথে নিয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments