দীর্ঘ চার বছর ধরে নেত্রকোনা শহরের প্রায় অর্ধশত তরুণ বিনামূল্যে রক্তদান করে যাচ্ছে মূমুর্ষ মানুষদের। তারা ফেইসবুক পেইজসহ হাসপাতালের বøাডব্যাংকে নামের তালিকা ও বøাডগ্রæপ দিয়ে রাখার মাধ্যমে এই রক্তদান করে যাচ্ছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার সংগঠনটির চতুর্থ বার্ষিকী পালন করেছে নেত্রকোনা আধুনিক সদর হাপাতালে রক্তদান করে।
জরুরি রক্ত প্রয়োজন হলেই গ্রæপে একটি পোষ্টের মাধ্যমে সহজেই ভুক্তভোগীরা পেয়ে যাচ্ছেন কাঙ্খিত রক্ত।
এতে করে বেঁচে যাচ্ছে মানুষের প্রান। এই কাজে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন বয়সের মানুষ শিশু থেকে প্রসূতি নারী সহ যাদের রক্ত প্রয়োজন তাদেরকে উপস্থিত রেখে বিনামূল্যে এই তরুণরা রক্তদান করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী আয়োজনে থাকছে অসহায় মানুষদের বিনামূল্যে খাদ্য প্যাকেট উপহার।