নেত্রকোনায় নতুন শনাক্ত ৩২ জন। মৃত্যু দুইজন। শনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৯ জন নারী। বারহাট্টার একজন ময়মনসিংহ মেডিকেলে এবং পূর্বধলার একজন নিজ বাড়িতে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ল্যাবে ২৩৬ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৩ জন শনাক্ত। জেলায় র্যাপিড এনিটজেন টেষ্ট হয়েছে ২৭ জনের। তার মধ্যে ৯ জন শনাক্ত। শনাক্তদের জেলা সদরে ১৯ জন, পূবর্ধলায় ১, বারহাট্টায় ৭, কেন্দুয়ায় ২, খালিয়াজুরীতে ১ ও আটপাড়ায় ২ জন।
জেলায় এ পর্যন্ত পরীক্ষাগারে ২৫২১৫ টি নমুনার মধ্যে রির্পোট ২৪৬১২ টির। জেলায় শনাক্ত ৩৪৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮০৭ জন। বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার নিবাসী ৭২ বছর বয়সের নারী ময়মনসিংহে এবং জেলার পুর্বধলা উপজেলার কুতিউড়া(খলিশাউর) নিবাসী ৪৭ বছর বয়সের পুরুষ নিজ বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মৃত্যু ৮১ জন।