সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
21.1 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাশারদীয় দুর্গোৎসব নির্ভিঘ্ন করতে পুলিশের প্রস্তুতি সভা

শারদীয় দুর্গোৎসব নির্ভিঘ্ন করতে পুলিশের প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনা মডেল থানার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় সদর উপজেলার মডেল থানার আয়োজনে সদরের সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোরশেদা খাতুন, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা পূজা উদযাপন পর্ষদের প্রধান উপদেষ্টা নির্মল কুমার দাস, সম্পাদক লিটন পন্ডিত। আয়োজকরা জানান, জেলায় ৫২৬ টি পূজা মন্ডপের মধ্যে জেলা সদরে এবছর ১১৩ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় ১২ টি ইউনিয়নের বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসবে কি কি সমস্যা আসতে পারে সেগুলো তুলে ধরেন। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ থাকবে সে বিষয়ে আলোকপাত করেন। এসময় অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উপর জোর দেন।

এছাড়াও যে কোন ধরনের যে কেউ কোন অঘটন ঘটনোর চেষ্টা করবে তাকে আইনের আওতায় আনা হবে। ছাড় দেয়া হবে না কোন অপরাধীকেই। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, দুষ্কৃতকারী কাউকেই ছাড় দেয়া হবে না। বিগত দিনের পর্যালোচনা করে দেখা গেছে উস্কানিমূলক হিসেবে অনেকে পূজার সময়টাকে বেছে নেন। এইটা এবছর প্রতিরোধ করা হবে। সেই উস্কানিতে যুক্তদের খূঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments