নেত্রকোনায় অনুষ্ঠিত হলো জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে শহরের মোক্তারপাড়া জেলা শিল্পকলা মিলনায়তনের নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯ টি পরিবেশনায় অংশ নেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ। জেলায় কোন অডিটোরিয়াম না থাকায় ছোট নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় পরিবেশনকারীদের স্বজন অভিভাবকরা বাইরে অবস্থান করেন। তবুও শিল্প সংস্কৃতি চর্চা করা যেন থেমে না থাকে সেজন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন। অনুষ্ঠানে তিনটি সমবেত সংগীত, চারটি দলীয় নৃত্য, দশটি একক সংগীত, একটি একক নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম, শিকড় উন্নয়ন কর্মসূচির শিক্ষক সোহেল রানা ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোসসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।