নেত্রকোনায় এতিমদের মাঝে বস্ত্র বিতরণ ও নবগঠিত জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা পৌরসভার আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভসংঘ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সোহান আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
কমিটির প্রধান উপদেষ্টা আলপনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আইয়ুব আলী, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, কালের কণ্ঠ সংবাদদাতা মনিরুজ্জামান মহসিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবায়েল আহমেদ খান, শুভসংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধি আবদুর রহমানসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, আগামী দিনে নেত্রকোনার তৃণমূল পর্যায়ের অসহায় হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে জেলা কমিটির সদস্যরা। আর এই কাজে সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে সকলের সহযোগিতায় এগিয়ে যাবে শুভসংঘের কার্যক্রম। এমন আশাবাদ ব্যক্ত করেন সবাই।
ঘন্টাব্যাপী চলা মতবিনিময় শেষে কমিটির সদস্যদের প্রথম আয়োজনে নিজস্ব অর্থায়নেই জেলা শহরের তৃণমূলপর্যায়ের ছিন্নমূল হতদরিদ্র ১০ জন শিশুর মাঝে বস্ত্র ও দুপুরের খাবার বিতরণ করেন জেলা প্রশাসক কাজী মো আবদুর রহমান। এ সময় কমিটির সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।