Saturday, September 14, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় শেষ মূহুর্তের প্রচারণায় ব্যাস্ত প্রার্থীরা

নেত্রকোনায় শেষ মূহুর্তের প্রচারণায় ব্যাস্ত প্রার্থীরা

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নেত্রকোনা পৌরসভায় ভোট হবে আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারী)। এই জেলার শেষ নির্বাচনী পৌরসভায় নয়টি ওয়ার্ডে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ শুক্রবার প্রচারণার শেষ দিনে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বের হয়েছে শেষ প্রাচার প্রচারণায়। নেত্রকোনা ২ নং ওয়ার্ডের সাবেক তিন তিন বারের জনপ্রিয় কাউন্সিলর এস এম মহসীন আলম পানির বোতল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন শেষ মূহুর্তের প্রচার প্রচারণায়। জনপ্রিয় এই প্রার্থীর সমর্থকদের নিয়ে সাতপাই চক্ষু হাসপাতাল থেকে দক্ষিণ সাতপাই, পালপাড়া মোড়, গারা মোড় হয়ে চকপাড়া ও পশ্চিম চকপাড়া এলাকায় জনসংযোগ করেন।

বিভিন্ন এলাকার ভোটারাও তাদের পছন্দের প্রার্থীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। এসময় প্রার্থী ও সমর্থকরা সকল ভোটারদেরকে নির্ভিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানান। এদিকে সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে সকল ধরনেরর প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার সার্বিক ব্যাবস্থা নিয়েছে তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments