সোহান আহমেদ:
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
সম্প্রতি ২৩ ডিসেম্বর ও ২৫ জানুয়ারি ২০২২ এ সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধারা।
এরই প্রতিবাদ জানিয়ে আজ সোমবার দুপুরে পূর্বধলা উপজেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান।
এসময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, মুক্তিযুদ্ধাদের দায়ের করা অভিযোগগুলো অবান্তর ভিত্তিহীন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে ফায়দা হাসিলের লক্ষ্যে একটি মহল বীর মুক্তিযুদ্ধাগনকে ব্যবহার করছে। এমন ঘৃণ্য অপচেষ্টা থেকে মুক্তিযোদ্ধাদের সরে আসা ও ভিত্তিহীন অভিযোগ তদন্ত করে প্রকৃত সত্য ঘটনাটি জনসমক্ষে উপস্থাপনের জোর দাবি করেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।