“প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হয়েছে বাংলাদেশ স্কাউট দিবস ২০২২। এ উপলক্ষে নেত্রকোনা জেলা রোভার স্কাউটের উদ্যোগে আনন্দ র্যালিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নেত্রকোনা জেলা শহরের কুড়পার এলাকায় আবু আব্বাস ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও রোভার স্কাউট সম্পাদক মো. আমিনুল ইসলাম রিজভি জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন করেন। এসময় জেলার ১৮ টি কলেজের ২৩ টি দলের রোভাররা অংশ নেয়।
পরে কলেজ চত্ত্বর থেকে আনন্দ র্যালি বের করে প্রধান সড়ক হয়ে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর কলেজের হল রুমে এক আলোচনা সভায় মিলিত হন তারা।
রোভার স্কাউট সম্পাদক মো আমিনুল ইসলাম রিজভির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ উদ্বোধক আবুল কালাম আজাদ, রোভার স্কাউট লিডার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আকবর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী জিন্নত আলী, জেলা রোভার সহকারী কমিশনার নেত্রকোনা মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ, তেলিগাতী কলেজের পুরবী সম্মানিত ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক মো. উল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী রোভার স্কাউটদের উদ্দেশ্যে শিক্ষকরা মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার উৎসাহ মুলক বক্তব্য রাখেন।