নেত্রকোনায় চলছে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া। গত শনিবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে জেলার পুলিশ লাইন্সে চলছে নিয়োগের প্রক্রিয়া।
পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, প্রথম দিনে ফিল্ড পরীক্ষায় ২২৭২ জন অংশ নেয়। সেখান থেকে ৭৪৫ জন বাদ পড়েন। পরবর্তী দ্বিতীয় দিনে বাকীদের থেকে ৪৫ জন বাদ যান। সেমাবার (১৪ মাচ) তৃতীয় দিনে সব মিলয়ে মোট ৮২২ জন রয়েছেন।
আগামী ২০ মার্চ নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজে লিখিত পরীক্ষায় অংশ নেবে। পরবতর্েিত ২৯ মার্চ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বোর্ডের সভাপতিত্ব করেন তিনি।
এমন একটি স্বচ্চ প্রশ্নবিহীন নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম করতে পারায় আমরাও আনন্দিত। একটি দক্ষ ও সৎ পুলিশি ব্যবস্থা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর ৪১ সালের ভিশন বাস্তবায়ন করতে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সৎ এবং দক্ষদের স্বচ্ছতার সাথে নিয়েগ দেয়া হবে। তারাও ভবিষতে সাধারণ মানুষের জান মাল রক্ষায় সততার সাথে কাজ করবে বলে জানান পুলিশ সুপার মো আকবর আলী মুনসী।
এদিকে শতভাগ দুর্নীতিমুক্ত, আর্থিক লেনদেন বিহীন ও দালাল চক্রের দৌরাত্ম্যের কোন সুযোগ না থাকায় এবারের পরীক্ষায় আগ্রহীর সংখ্যাও বেশি। চোখেমুখে আত্মবিশ্বাস আর নিজেকে প্রমাণ করার তীব্র প্রচেষ্টা।
কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভর্তি ইচ্ছুক যোগ্য সকল প্রার্থীদেরকে যে কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে কোন প্রকার যোগাযোগ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করায় পুলিশ সুপারের প্রতিও সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহনকারীরা।
উল্লেখ্য, এর আগে গত বছর নভেম্বরে বিনা টাকায় পুলিশের চাকরি পেয়েছিলেন ৪৭ জন। এবার জেলার ১৮৮০টি আবেদন জমা পড়ে পুলিশ কনস্টেবল পদে। সেখান থেকে যাচাই বাছাই শেষে ৪৫০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছে ১৪৯ জন।