সোহান আহমেদ: নেত্রকোনায় হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। রবিবার সকাল থেকেই হরতালের সমর্থনে জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে হেফাজত ইসলামের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গিয়েছে।
এতে চরম বিপাকে পরেছেন সাধারন মানুষ। পায়ে হেটেই বিভিন্ন গন্তব্যে পৌছুতে হচ্ছে তাদের। এছাড়াও আইন শৃংখলা বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
শহরের প্রধান সড়কে কিছু অটো রিকশা চলাচল করলেও দোকানপাঠ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোথাও কোন অপৃতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।