Saturday, October 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদপূর্বধলা উপজেলানেত্রকোনায় হাইওয়ে সড়কে কার্গো আটকে ভারতীয় কম্বল উদ্ধার

নেত্রকোনায় হাইওয়ে সড়কে কার্গো আটকে ভারতীয় কম্বল উদ্ধার

নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ বিরিশিরি হাইওয়ে সড়কের পূর্বধলা উপজেলাধীন শ্যামগঞ্জ বাজারে কার্গো আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা এনএসআই এর তথ্য এবং সদস‌্যদের স‌ক্রিয় অংশগ্রহ‌নে অভিযান পরিচালনা করে ভারতীয় কম্বল ও কিটক্যাট চকলেট উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ ডি‌সেম্বর) রাতে নেত্রকোনা জেলা এনএসআই এর নেতৃ‌ত্বে ও গোয়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে এনএসআই সদস‌্যদরা সড়কে অবস্থান নেয়।

অ‌ভিযা‌নে জেলার পূর্বধলা উপ‌জেলার শ্যামগঞ্জ বাজারে ঢাকাগামী কার্গো নং ঢাকা মেট্রো ট (১৮-১৫৫৮)তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে বিপুল প‌রিমান ভারতীয় কম্বল, সাবান ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়। যার আনুমা‌নিক মুল‌্য ৫/৬ লক্ষ টাকা। এছাড়াও কার্গো ট্রাকটিও ‌জব্দ করা হয়।

অ‌ভিযান প‌রিচা‌লনা শে‌ষে জব্দকৃত মালামাল পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এনএসআই সূত্রে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments