সম্প্রতি নেত্রকোনায় বজ্রপাতে আশংকাজনক হারে প্রাণহানির ঘটনায় হাওরাঞ্চলে বজ্রপাত নিরোধ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মদন উপজেলার মদন উচিৎপুর হাওরের পর্যটন কেন্দ্রতে শনিবার দুপুরে এ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ।
এসময় হাওরে বজ্রপাতে মৃত্যু ঝুঁকি কমাতে নানা দিক তুলে ধরে ১২ টি সচেতনতা মুলক নিয়ম সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ বছর সম্প্রতি একদিনে ৮জনসহ এ পর্যন্ত জেলায় মোট ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বজ্রপাতে বেশি প্রাণহানির ঘটনা ঘটে জেলার হাওরাঞ্চলে। যে কারনে হাওরের মানুষকে সচেতন করতে মদন হাওরে এই কর্মসূচি নেয়া হয়েছে।
এতে জন উদ্যোগের আহবায়ক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান। বক্তব্য রাখেন, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, উপজেলা আবহাওয়া কর্মকর্তা মো. মামুন ও সংস্কৃতি কর্মী শিল্পী ভট্টাচার্য |
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিএম মোহাম্মদ সুহেল মাহমুদ, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিকসহ সাংবাদিক ও স্থানীয় জন সাধারণ। এ সময় হাওরের নৌ চালকগণ সহ সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন।