আড্ডায় আড্ডায় কবিগুরু ররি ঠাকুরের জন্মদিন পালিত হয়েছে নেত্রকোনায়। হিমু পাঠক আড্ডার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম জয়ন্তি উদযাপন উপলক্ষে অনলাইনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
শনিবার রাত আটটায় ফেইসবুক লাইভে গান, কবিতা নিয়ে আড্ডা হয়। শহরের মোক্তারপাড়া এলাকায় স্থানীয় পত্রিকা দৈনিক আমাদের নেত্রকোনা কার্যালয়ে অনুষ্টানটি করেন নেত্রকোনার নানা বয়সের একদল হিমু।
করোনাকালে সীমিতভাবে প্রোগামের আয়োজনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিরা অনলাইনে যুক্ত হন। প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চলনায় অনুষ্ঠিত আড্ডায় মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে নবীণ প্রবীণ ও শিল্পী সাহিত্যিকরা গান, কবিতা পরিবেশন করেন।
এসময় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আমাদের নেত্রকোনার সম্পাদক মাহফুজ স্বপনসহ অন্যরা। এসময় তারা বলেন ছোট পরিসরে হলেও দিসবগুলো উদযাপনের মধ্য দিয়েই সাহিত্য সংস্কৃতিকে জিইয়ে রাখতে হবে নতুন প্রজন্মের মধ্যে।
রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, শিল্পী ভট্টাচার্য ও জুয়েল রানা। অন্যদিকে অনলাইনে হাওয়াইয়ান গীটারে কবির একটুকু ছোঁয়া লাগে গানটি বাজিয়েছেন শিল্পী মনোয়ারা আক্তার মিনু।