নেত্রকোনায় গত চব্বিশ ঘন্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৭৬ জন। আক্রান্তের হার শতকরা ৩৮. ৯২। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছেন। ময়মনসিংহ ল্যাবে ৭৬ টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৮ জন। তবে জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয় নাই।
জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ১২৭ জনের মধ্যে শনাক্তকৃত ৫৮ জন। মোট শনাক্তের মধ্যে নেত্রকোনা সদর উপজেলায় ৩৬ জন। সাতপাই ৯ জন, নাগড়া ৬ জন, চল্লিশা ৪ জন, জয়নগর ৩ জন, নিখিলনাথরোড ৩ জন, কুরপাড় ২ জন, হরগাতী ২জন, গরুহাট্টা, অজহররোড, মোক্তারপাড়া, চকপাড়া, নিউটাউন, ইসলামপুর ও মনাং ১ জন করে।
এছাড়া কলমাকান্দা উপজেলায় ১০ জন, বারহাট্টায় ৪ জন, আটপাড়ায় ৬ জন, মদনে ৪ জন, দুর্গাপুরে ২ জন, পুর্বধলায় উপজেলায় ৫ জন ও মোহনগঞ্জে ৯ জন।
গত চব্বিশ ঘন্টায় জেলা থেকে প্রেরিত নমুনার সংখ্যা-২০৮+০৯=২১৭ টি। তার মধ্যে (ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন-০৯ জন)। এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২৬৭ টি। রিপোর্ট পাওয়া গেছে ১৯৮৭৯ টির।জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৯৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৫৯ জন। এ পর্যন্ত মৃত্যু ৩৬ জনের।