করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অনুযায়ী নেত্রকোনা জেলা এবং উপজেলায় অভিযান পরিচালনা করছে প্রশাসন। বুধবার দিনব্যাপী নেত্রকোনায় ৭৭ টি টিমের মাধ্যমে জেলার ১০ উপজেলায় ১৪৬ টি অভিযান পরিচালনা করেছে। ৩১ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৩ টি মামলায় ৬৬,১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমানের প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানা যায়, নেত্রকোনা সদরে ৬৬ টি অভিযানে ১৫ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৭ টি মামলায় ৪৯,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া আটপাড়া ৫ টি, কলমাকান্দা ১০টি, মোহনগঞ্জ ৮ টি, দুর্গাপুর ১০ টি, মদনে ১২ টি, বারহাট্টায় ৬ টি, পুর্বধলায় ১৩ টি, কেন্দুয়ায় ১০ টি ও খালিয়াজুরীতে ৬ টি অভিযান পরিচালনা করা হয়। সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় এসকল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি আরো জানান, কোভিড ১৯ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা অব্যাহত আছে।