দেশব্যাপী জামাত বিএনপিসহ শিক্ষার্থীদের ছেড়ে দেয়ার অংশ হিসেবে নেত্রকোনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ বেশকজন নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে আদালতের কার্যক্রম শেষে কারাগার থেকে মুক্ত হওয়ার পর পৌর শহরে মিছিল বের করেন ছাত্রদল যুবদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সকলকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সেই সাথে দুপুরে জোহরের নামাজ আদায় শেষ করে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিজয় মিছিল করেছে হেফাজতে ইসলামসহ সমমনা ইসলামী দলগুলো।
এদিকে পৌরসভা সহ বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু ভাস্কর্য সরিয়ে নেয়ায় কার্যক্রম চলমান রেখেছে বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষ।