অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষে নেত্রকোনায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি । শনিবার সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে নির্বাহী অফিসারের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে তথ্য কমিশন।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য কমিশনের পরিচালক প্রশাসক বিশেষজ্ঞ প্রশিক্ষক জে. আর. শাহরিয়ার। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান। প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে তথ্য সংক্রান্ত আলোচনা করেন তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন চন্দ্র প্রামাণিক।
তথ্য অধিকার আইন সংক্রান্ত তথ্যের অবাধ ব্যবহার উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও, স্বাস্থ্য বিভাগসহ সকল বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এসময় প্রশিক্ষণে প্রতি উপজেলায় কমিটি থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে সেটি সদস্যদের মাঝে প্রকাশ করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি কোন তথ্য প্রকাশ করা যাবে কোনটা করা যাবে না এ নিয়ে জেলা উপজেলা পর্যায়ে ধারণা দেয়া হয় এই প্রশিক্ষণে।
দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতেই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।