Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নেত্রকোনা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নেত্রকোনার পৌরসভার ৯ টি ওয়ার্ডেই প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী শহরের মোক্তারপাড়া পাবলিক হলে নেত্রকোনা জেলা খাদ্য বিভাগ এই ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে।

নেত্রকোনার জেলা প্রশাসক ও ওএমএম ডিলার নিয়োগ কমিটির সভাপতি বনানী বিশ্বাস উপস্থিত থেকে উন্মুক্ত লাটারীর মাধ্যমে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ সিবলী সাদিক, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এনডিসি মাহমুদ হোসেন রাজু, পৌরসভার সচিব মোঃ ফারুক ওয়াহিদসহ খাদ্য গোদামের কর্মকর্তারা।

নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নেত্রকোনা পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের আহবানের প্রেক্ষিতে ৯টি ওয়ার্ড থেকে ২৫৩ জন আবেদন পত্র জমা দেন।
আবেদন পত্র যাচাই বাচাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য এই প্রথমবার উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে।
সকল আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারীর মাধ্যমে পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ১২ জন ডিলার নিয়োগ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments