সোহান আহমেদ কাকন: নেত্রকোনায় জেলা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার প্রেসক্লাব হলরুমে সকাল ১১টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এতে রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত প্রেসক্লাবের ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবার নির্বাচনে সহ-সভাপতি পদে ৩ জন, সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাহিত্য সংস্কৃতি পদে ২ জন, দপ্তর সম্পাদক ও গ্রন্থাগার পদে ৩ জন, সম্মানীত সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে প্রচার প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক সঞ্জয় সরকার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাংবাদিক হানিফ উল্লা আকাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য,পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি হওয়ায় এই পদে কোন নির্বাচন হয়নি।