সোহান আহমেদ:
দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৮ বছর পর সাইফুল ইসলাম খান শুভ্রকে আহবায়ক ও আরিফ আহমেদ জোবায়েরকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ
ছাত্রলীগ, নেত্রকোনা সদর উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে ১৪ বছর পর মামুনুর রশিদ টিপুকে আহবায়ক ও জাহিদ হাসান প্রান্তকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা পৌর শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা কমিটি গঠনের অল্প সময়ের মধ্যেই নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান ১২ মার্চ এই দুটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। জেলা নেতৃবৃন্দ আশা করেন, নব-গঠিত আহবায়ক কমিটি তাদের গতিশীল নেতৃত্ব, যোগ্যতা, মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে আগামী তিন মাসের মধ্যে স্ব স্ব পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে সক্ষম হবে।