মো: হুমায়ুন কবির কেন্দুয়া থেকে
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামীলীগসহ ১০ প্রার্থীর মনোনয়ন পত্র জমা। তারমধ্যে ৩ জনই স্বতন্ত্র প্রার্থী।
১৫৯ সংসদীয় নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ১০ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে রিটার্নিং ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুরে মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন এবং জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞা ও ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশামুল সারোয়ার কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে আটপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুরের দিকে মনোনয়ন পত্র জমা দেন, আওয়ামীলীগ মনোনীত নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান জেলা আওয়ামী লীগের
সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী ও তৃনমুল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়াও নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুরের দিকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি রিগ্যান আহমেদ, এনপিপির আসাদুজ্জামান খান এবং জাকের পার্টির সুরুজ আলী।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
যাচাই বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ-১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।